ভেবো দেখো, হয়ত একদিন হাত ধরে হাঁটব ভোরে
হাত ভরে হাস্নাহেনার সুগন্ধ নিয়ে ফিরে যাবো ঘরে ৷
এমনও হতে পারে বসন্তে কৃষ্ণচূড়ার রঙে সাজবে তুমি
শিমুল তলায় দখিনা সমীরণে শাড়ির আঁচল উড়াবে তখনি ৷
হয়ত আমি, নয়ত তুমি আবার প্রেমের মগ্নতায়
তারার সাথে হেসে যাবো দুইজনে চাঁদের মায়ায় ৷
শোন তবে, সমুদ্রে বসব ফের — নিশ্চুপে দেখব ঊর্মি
বালির বুকে এঁকে দিবে হৃদয়ের প্রতীক— সুখ বাণী ৷
একদিন মিলবো বহুদিনের মায়ার টানে ফের
ঝরে পড়ার আগে যে ফুল মাড়িয়ে গেছি চরণ তলে ৷
কাননে নতুন পাপড়ির সনে বন্ধন রবে ঢের
অবেলায় অবহেলায় রয়েছি দূরে— মগ্নতা ভুলে ৷