একটি নেইল পালিশ ও একগুচ্ছ চুড়ি
লাল রঙা কয়েকটি টিপের এলোমেলো
সবস্থান ৷
সোপ কেইসে কিংবা নীল তোয়ালে স্পষ্ট
লেগে থাকা ছোঁয়া, আধ জ্বলা মোমের সাথে
দিয়াশলাইয়ের উচ্ছিষ্ট ৷
আর বিশৃংখলিত কয়েকটি ছেঁড়া পাতা
পুরোনো এ্যালবাম, একটি ভাঙ্গা ফ্রেম
এবং অবাধ্য শয্যায় জীবন চলে তোমার;
ক্ষুদ্র অ্যাশট্রেইতে ছাইয়ের মতো বন্দী জীবন ৷
- লালদীঘি পাড়, চট্টগ্রাম