আমার বদ্ধ রুম, তোমার আঁকা ওয়ালম্যাট
আমার আটকে থাকা চোখ নীরব অস্ফুট ৷
আমার টেবিল খানা তোমার স্মৃতির মিউজিয়াম
গড়াগড়ি দেয় নিয়ত তোমার প্রদত্ত হলুদ খাম ৷
না হোক যোগাযোগ তবু থাকি মশগুল তোমাতে
পুরনো শার্টে এখনো লেগে থাকে তোমার ছোঁয়া যে ৷
শূন্যতার অতলান্তে হবে না তোমার নিঃশেষ
সিঁড়ির ধারে তোমার উপস্থিতির উৎসব চলে বেশ ৷
চিলেকোঠার পুরনো আসন ধুলার দখলে
সেখানেই এক জোড়া চড়ুই এসে মিলে সন্ধে হলে ৷
May 7, 2020