ঘাসের উপর শুয়ে আকাশ দেখলে
মন বড় হয়, স্বপ্ন জেগে ওঠে ৷
পাশ পেরুলেই পলেস্তারা খসে পড়া
দেয়ালের ছবি; বিবর্ণ, ফ্যাকাসে ৷
ঝরে পড়া শুকনো পাতার মতো দিন
মনে মননে উঁকি দেয় রঙিন স্বপন ৷
বইয়ের পাতায় গল্পে যে কাহিনী
কেবল তা অনাকাঙ্ক্ষিত জীবনের প্রজ্ঞাপন ৷
টেবিলে পড়ে থাকে সম্ভাবনার সুযোগ
ইচ্ছায় আটকে আছে বিনাশের ছক ৷
দুই চরণ চলে তল অতলের ঠিকানায়
স্বপ্নের মৃত্যুতে শুয়োরের উল্লাসিত শোক ৷
এ কেমন অনর্থক প্রেম দুয়ারে আসে
অনির্ণেয় অদমিত ইচ্ছার আহবানে ৷
জল শুকিয়ে মরে যে নদী তার পৃষ্ঠে
নৃত্য করে খাবি খায় পরাগত যৌবনে ৷
শুয়ে পড়লে এক জীবনের মানচিত্রে -
স্বপ্ন, জীবন, পথ কিংবা মরণ প্রচেষ্টা
কুরুক্ষেত্র অথবা পলাশী প্রান্তরে -
আটাশ বর্ষ দ্বন্দ্বের মিছিলে অগ্রসরমান ৷
-0-