অনেক দিন
বহু বছর ধরে
অসীম সময়ে
কেউ গিলোটিনে
মাথা আটকে রেখেছে
শিরোচ্ছেদ হবে ...
তারপর হয়ত সে ভুলে গেছে
হয়ত সে ক্ষমতায় নেই
হয়ত তার আইন অকেজো
হয়ত জনতা বিদ্রোহে শোষণ
অধ্যায় সমাপ্ত
কিন্তু আমি আটকে আছি গিলোটিনে
আমাকে হয়ত সবাই ভুলে গেছে ৷



03.09.24