রোদ্রে স্নান করে একাকী
মাছরাঙা কাটায় নিশ্চুপ দিন ৷
তপ্ত মাঠে মাড়ানো ঘাস ফুল
আজীবনই সোশ্যাল ডিস্টান্সিং ৷  
পুরনো সব স্থানে নেমেছে
অলৌকিক নিস্তব্ধতা কালক্রমে ৷
পাখিদের মিলন মেলায়
হানা দেয় চিল সংকট নিবারণে ৷

জ্যামিতিক কুয়াশার আড়ালে
লুকিয়ে বাঁচে মাছরাঙার ড্রিম ৷
পুরনো দেয়ালে শৈবালে জন্মে
চেনা পথের, সহজ রথের অন্তিম ৷


২০২১ || জুন