পোড়া কয়লার ছাই হতে
জন্ম নিক নতুন বৃক্ষ ৷
ডাল ছড়িয়ে যাক চর্তুদিকে
পাতায় পাতায় লেখা থাকুক
আশার বাণী ৷
বিভেদের দেয়ালে আর ক্ষত
না হোক
কাটিয়ে উঠুক জনপদ, জনস্রোত
সকল পুরনো শোক
আর ইতিহাসের বিভ্রান্ত গ্লানি ৷

যত পুড়েছে ঘর, যত মরেছে মানুষ
তারি বিনিময়ে শান্ত হোক —
হিংস্র রাজপথের বহ্নি ৷
ভাটির দেশে মাটির মানুষ
ধানে গানে প্রাণ সঞ্চারিত হোক
যতখানি পারা যায় ততখানি ৷

প্রয়োজনে মানচিত্র গিলে ফেলুক
প্রয়োজনে পতাকা বদলে যাক
তবু শান্তি আসুক  —  
সগৌরবে উন্নত শিরে হোক জয়োধ্বনি ৷