অনেক ইচ্ছে ছিল আদরের
মনোবাসনা ছিল একান্ত সাজানো ৷
বয়সের প্রতি মোড়ে যে স্বপ্ন ছিল—
আমি সব অভিপ্রায় থেকে দূরে সরে গেছি ৷
কারণ আমি মেনে নিচ্ছি আমার ভাগ্যকে ৷
কারণ আমার সকল প্রচেষ্টা ব্যর্থতার ইতিকথা
কারণ ভূত—  ভবিষ্যত কোন কিছু ফিরে
তাকাইনি ৷

ইচ্ছে ছিল ফুল বাগানের ধারে
ধানী ক্ষেতে আমনের গন্ধে কেটে যাবে
যাপিত জীবন ৷
এখন আমি সেই ইচ্ছে হতে দূরে সরে গেছি
কারণ আমনও নেই, গন্ধ তো থাকবার
কথা না ৷

মনে গোপনে একদা ইচ্ছে করেছিল
তার হাত ধরে হেঁটে যাবো— গাঙচিল ৷
স্রোতের ঢেউ আছড়ে পড়বে দুজনের
জোড়া চরণে ৷
কড়া রোদের ঝিলিক ঠান্ডার সাথে সই
পাতিয়ে আনন্দ দিবে ৷
সেই অভিলাসটাও এখন আর নেই
সময় আমার প্রতি ফিরে তাকাইনি যে ৷