অনিঃশেষ স্মৃতি
স্মৃতি পোড়ায়, পড়ে থাকে ছাই
শহরের বুকে মিশে থাকে, আঙ্গুলের ছোঁয়া ৷
ভালবাসা নেই, বিবর্ণ শহরটাই
কেবল মেটামরফোসিস,
আমার শুধু দূর থেকে দূরে চলে যাওয়া ৷
রঙ মাখা বিকেল, কফি রঙের চায়ের কাপ
লাল, নীল অক্ষরে বাঁধানো ফটোগ্রাফ ৷
কেবল দোল খায় দোলনায়, ঝুল বারান্দায়
অ্যালোভেরা গাছটা মৃতপ্রায় ৷
বুটিকস করা টি - শার্ট, গ্রীন ট্রির সেই মাঠ
রেল লাইনের চপ, ছিঁড়ে নেওয়া হলুদ ফুল
বদলে যাওয়া শহরটাই, মানিয়ে নিতে চায়
শুধু আমার শহরটা নির্ঘুম, সারাটা বেলায় ৷
ঢাকা, ঝিগাতলা