এক

নতুন ফলে মন মজেছে শুয়োপোকার মত
নতুন ডালে লটকে গেছি দ্বিধাদ্বন্দ্ব যত ৷

দুই

ভরা যৌবনের খাল, দুপাশে ঘিরে ধরেছে ঝাউবন
মাঝখানে বাঁধ দিয়েছে কর্ণফুলীর বোন ৷

তিন

পথের মাঝে কাঁটাতার, ওপারে কোলাহল
বরফের গায়ে হেঁটে যায় সাদা লাশ ৷