অবলম্বন

বাবার আঙুল ধরে হাঁটতে যে পারে
তার জীবনের পথ সহজ ৷
সে পায়
পথের দুই ধারে চন্দ্রমল্লিকা ফুল ৷

এবং সে পথ আকাশ পর্যন্ত
এবং সে পথে লিংক থাকে অন্য জগতের সাথে ৷

বাবার আঙুলে ধরে  চলতে পারেনি যে
তার পথের রয়েছে একটি সংকীর্ণ মানচিত্র ৷


বিপরীত প্রসংশা

সরকারি খাতায় তিন কোটির বদলে প্রদর্শক লেখে
তিন লাখ ৷
এক গুচ্ছ লম্বা দাঁড়ি ঢেঁকে রাখে সেই লেখা ৷

ইমামের প্রসংশা পাই প্রদর্শক লম্বা দাঁড়ির জন্য
দাঁড়ি প্রসংশা পাই প্রদর্শক থেকে মিথ্যা ঢেকে রাখার জন্য ৷