সে ডেকে যায়, চাঁদ তখনি নিশ্চুপে প্রেমিকের
মনে দাগ টানে রসিকতায় — মনের মগ্নতায় ৷
দোলনার অর্ধেক আলোর দখলে, প্রেমিকের
ধ্যান তখন আঁচলে আঁকা আদিম জলসায় ৷
পুবের হাওয়া গায়ে মেখে অভিসারে, যুগলে
বন্ধী হতে বনে পাতার ঘর হতে ডেকে ওঠে ডাহুকী ৷
প্রেমিকের ধ্যান মগ্ন শরীর জাগে— বর্ণালীর
সাত রঙে সাদা বকের পলকে সাজাই কুঠুরি ৷
তারপর অপেক্ষা, মোহনাতে স্রোতের প্রবল উচ্ছ্বাস
নরম রোদে প্রেমিক বয়সের উষ্ণতা ছড়ায় ৷
চাঁদ নারিকেল শীর্ষডগা অতিক্রম করে গেছে
আবছা আলোয় প্রেমিক জানে বিভ্রান্তি পুরোটাই ৷