কয়েকটি রাত যায়, দিন যায়
সময় চলে অবিরত
স্মৃতির পুরনো হয়, পড়ে থাকে অনাদরে ৷
যেখানে যেখানে তোমার সান্নিধ্য ছিল
যেখানে যত স্পর্শ ছিল কিংবা হলুদ
রঙ মাখা শীতল করা হাসি হেসেছো
সেখানে এক নাগাড়ে তোমার অনুপস্থিতির
বিরহের বিলাপ চলে ৷
আমার মন, মননে গেঁথে যাওয়া তুমি
কর্ণিয়ায় অংকিত প্রতিমা, শার্টের গায়ে
আলতো ছোঁয়া, কোন কিছুই ভুলা যাবে না ৷
তোমাকে ভুলে থাকা কতটা না কঠিন
আমার প্রতিটি অনুভূতি, প্রতিটি শিহরণ
তা জানে
মন জানে, প্রাণ জানে
আমার সকাল জানে, সন্ধ্যাও জানে ৷
আমার সকল আবেগ আজ বাকরুদ্ধ
হৃদয়ের স্পদন থেমে যাই,
হঠাৎ ডুকরে কেঁদে ওঠে অবুঝ মন ৷
কিছুই স্থির করতে পারি না
দৃষ্টি জুড়ে শুধুই কয়াশার চাদর
ইচ্ছে করে চোখ মেলি,
পুরনো এ্যালবামের কয়েকটি পাতা
আর শুকিয়ে যাওয়া গোলাপ ছাড়া
কোথাও তোমাকে দেখি না ৷
তখন নিজের অজান্তে চোখের কোণে
জমে কয়েক ফোঁটা অশ্রু ৷
তারপর, গড়িয়ে পড়ে দেহে ৷