কেউ জানে না
আমি যে হাসিটা হাসতাম
সেটা অতীত হয়ে গেছে,
অন্তরালে ঢাকা পড়ে গেছে ৷
এখন হাসিটা শুধু দেখানোর, ফেইক
তার চলে যাওয়ার পর থেকেই ৷
হাসির অন্তরালে কান্না লুকিয়ে থাকে
জলে ভেজা থাকে চোখ, মনে থাকে হাহাকার
সবাই যখন ভাবে আমি হাসছি, তখন
আমার ভাবনায় থাকে তার জন্য শোক ৷
হাসির আড়ালে কান্না লুকানো
কত যে বেদনার, কত যে দুঃখের
কেউ তা বুঝে না ৷
গহীনে ক্ষত রেখে আমি যে পথ চলি
আমার শক্ত দেহে যে মৃত প্রাণ
কস্মিনকালেও কেউ তা খেয়াল করেনি ৷
কেউ বুঝে না আমার তাকেই দরকার
সবাই শুধু বলে আমার হাসি সুন্দর ৷
অথচ দুমড়ে - মুছড়ে যাওয়া এই আমি
তখনও কাঁদি, যখন হই একাকী ৷