কত করুণ কাহিনী আমি লিখেছি
আর তুমি নাকি আমাকে ভয় দেখিয়ে গেলে
কোন এক অর্বাচীন কষ্টের গল্প শুনিয়ে ৷
আমি প্রচণ্ড মন মনন বেদনাহত হয়েও
তোমার সে দিনের জলপাই রঙ্গের
পোশাকের ঢাকা শরীরের শ্লেষ ভরা ভর্ৎসনা শুনেছি ৷

কেন, জানো ?
নিত্যন্ত নিরুপায় হয়ে না,
না, না আমি নিরুপায় অবস্থায় ছিলাম না ৷
আমি শুধু ভেবেছি, বন্ধন রেখে যেতে চাইবে
যে তাকে এই অবেলায় আটকিয়ে  রাখবো কেন?
বল না, আমার চিন্তা কি স্বচ্ছ ছিল না?  

তুমি আমার প্রতি টান হারিয়েছো, অনুভবে
যে আমি একেবারে হারিয়ে গেছি সেটা আমি বুঝেছিলাম ৷
এখন আর আমার কোন আবেগ, উদ্বেগ ও
রসায়ন তোমায় বিমোহিত করতে পারবে
বলে মনে করিনি ৷
তাই হয়ত আমি বাঁধা দেয়নি তোমার প্রস্থানে,
মুক্তি পেতে মরিয়া যে বিহঙ্গ, তার ডানায়
আমি কখনো ভারী পাথর বেঁধে দিতে পারি না ৷

বলেছিলে আমি বাঁধা দিইনি কারণ আমার
ভালবাসা কম ছিল ৷
টান ছিল না ৷
একেবারে বদ্ধ উম্মাদ হয়ে বারো বছরের
সাধনা করিনি তোমায় পেতে ৷

অরু, ইহা এক অভিযোগ মাত্র

কত ভালবাসতাম তোমায় সেটা হয়ত আমি
বলে বোঝাতে হিমসিম খাবো ৷
কিন্তু বলে দিতে পারি যে আমি শুধু চেয়েছি
উপন্যাসের সেরা প্রেম হোক আমাদের ৷
বিশ্বে নন্দিত প্রেম কাহিনী উতরে যুগল
ভালবাসায় নব্য ইতিহাস রচিয়ে যেতে ৷

জানো, আমি শুধু চেয়েছি তোমার
চাওয়ার পাওয়ার আর ইচ্ছের যে বিশাল পরিধি সেখানে ভরসার মাধ্যম হতে ৷
নারীর যে সুখ সিকিউরিটি পাওয়ার যোগ্য
আমি চেয়েছি উন্মুক্ত জীবনে সে সুখের সূচক হতে ৷

আমার এই চাওয়ার এই ফর্দটা আরও দীর্ঘায়িত
আমার গহীনে জমা ছিল আরও স্বচ্ছ অভিলাষ ৷
আরেক দিন যদি বলতে পারি সেদিন শোনাবো
সেই এই ফর্দটা ৷
আজ শুধু বলি এই অভিযোগ মেনে নিই
কারণ আমি পেয়েছি হলুদ খামে মোড়ানো
রঙিন শব্দের আটপৌরে প্রেম ৷
স্মৃতির দখিন দুয়ারে যে প্রেম এখনো সাড়া
দেয় আমাকে, সে প্রেমদাতার প্রতি আমার কোন অভিযোগ নেই, অবশ্যই  কোন অবহেলাও নেই ৷


* বাইশ এগার তেইশ *