ঘুম ভেঙে শুনি প্রেমের ক্রন্দন
বর্ণহীন সংসার খুঁজে নব নন্দন ৷
মন ভাবে একরত্তি সুখি হব তবে
সিঁথির সাথে প্রীতির রীতি যদি হবে ৷
আঁখিরও পলকে প্রেমের ঝলক
দেখিয়াও মন কেবল দ্বিধান্বিত ৷
আঙিনা ছায়া শূন্য, একলা জীবন
বুঝিতে পারে ললাটে তা বর্ণিত ৷
পিঁপড়ের ভয় কাঁচের বয়াম নয়
ফ্রুক্টোজ কিংবা নোনতা স্বাদ ৷
যৌবন খোঁজে কাঙ্ক্ষিত প্রণয়
ক্রন্দন কিংবা হাসি যতই থাক ৷