এতদিন দেখতাম বনলতা,
ভোরের শালিক বেশে আগত তরুনীর শোভা
রোদের ঝিলিমিলি একান্ত নিরিবিলি
কদম তলায় শীতল ছায়ায়
মূর্তার পাতায় বুনানো পাটিতে
এলিয়ে গা -
লিখতাম আশার কল্পলতা ৷
এতদিন স্তরে স্তরে সাজাতে গিয়ে
মিলেনি আমার স্বরলিপি,
অকস্মাৎ তোমার দেখার পর
হৃদয় পুঁথি শালায় বর্ণালী বর্ণের ছোটাছুটি
চিরকুটের ভাষা আজ জীবন্ত ৷
এতদিন হেমন্ত, বসন্ত করতাম নেমন্তন্ন
উৎসবের আমেজে মত্ত মন
আকুলতায় রিক্ত,
আজ তোমায় পাওয়ার পর
পরিতোষ চিত্ত ৷
এতদিন শ্যাওলা বাঁধা পুরাণ ঘাটে
পড়ন্ত বিকেল কিংবা গোধূলি বেলায়
জলের ঢেউ গুনে গুনে
গগনে উড়ো পাখির ছবি
জলে ভাসা দেখতাম ৷
আজ তোমার উদ্দেশ পেয়ে
পুরাণ ঘাটের শেষ সিঁড়ি
অবান্ধব, নিঃসঙ্গ ৷
অরুনিমা,
এতদিন ভাবতাম কি পাব, কোথায়?
আজ প্রতীক্ষা সংহারে,দীঘল কালো
এলোকেশী আজ খুঁজে পেয়েছি তোমারে ৷