চারিদিকে এতো মানুষ, তবুও নিঃসঙ্গতা
কথা নেই, কারো কোন প্রয়োজন নেই
ছুটে চলা হন্যে হয়ে, বিলীন হওয়ার আকুলতা ৷
রাস্তার মোড়ে, ক্যাফেটরিয়ার কিংবা পার্ক
জনস্রোত কাঁপে মৃত্তিকার বুক,
তবু কারো অবকাশ নেই, ফুসরত নেই
কিংবা রেস্টের সিটের আসন শূন্য, কেউ নেই ৷
পোস্টারে ঢেকে থাকা শহরে
মানুষের প্রতিকৃতির সল্পতা নেই, সেখানেও
ক্যামেরার ফ্লাসে ধরা পড়ে কৃত্রিমতা ৷
হন্যে হয়ে ছুটে চলা মানুষ উদ্বেগ আর
উৎকণ্ঠিত অবয়বে ঢেকে রাখে রাতের অন্ধকারে ৷
এতো মানুষ তবু বন্ধুর সমাজ
বন্ধুর জাতি, বন্ধুর ধর্ম ৷
নির্বিকার হয়ে সয়ে সয়ে যেতে মানুষ বুঝে
নির্বিকার নিয়ম, নীতি ৷
এতো মানুষ তবুও হাহাকার সম্পর্কের, সৌহার্দের ৷