মানুষ পথ হারায়, ঘর হারায় — কেউ কেউ তো
হারায় আপন সত্ত্বা;  ক্রমে ক্রমে হয় নিঃশ্ব ৷
শূন্যতার কালো শার্ট, আদি হতে অন্ত—  সর্ব
মহলে কেবল অংকন হয় হারানোর উৎস ৷

হাজার বছরের পথে যে বটবৃক্ষ ফলবান
মহাকালের অগ্রগতির তীব্র সংকটে হারায় যৌবন ৷
কিংবা মেঘনার বুকে চর জাগে, উত্তাল ঢেউ
মিশে যায় তীরে— মৃত্যুর অপেক্ষা প্রতিক্ষণ ৷

মানুষের বুকেও চর জাগে, জন্মায় নোনা গাছ
ধীরে ধীরে শাখা — প্রশাখার কবলে হয় বন্ধী ৷
সব খুঁইয়ে মানুষ নিস্তেজ যৌবনে, পরাভূত মনে
কালের সমাপ্তির দিকে করে নেয় দ্বিপাক্ষিক সন্ধি ৷