তুমি কপালে টিপ দাও,
আমার মতো প্রকৃতিও মুগ্ধ হোক,
পুষ্পের মতো ফোটা লাল টিপে ৷
তোমার কাক কালো দীঘল কেশ
ছেড়ে দাও,
বাতাস ছুঁয়ে যাক, কুমারিকার সৌরভে
মোহিত হোক বেলা, অবেলা ৷
ঘাসের শরীরে হাত বুলিয়ে দাও,
তোমার কোমল হাতের কাঁকন
বাহারি চুড়ির টুনটুন সুরে,
ঘাসেরা সতেজ হোক তোমার মতো ৷
বনফুলের রাজ্যে আফ্রোদিতি হও,
গলায় মিশে থাকা এ্যানচেন্টিং লকেটে
বাঁধো তারার ফুল ৷
যেখানে আকাশ নেমেছে মনে হয়
সেখানে উতলা হাওয়ায়
মেলে দাও শাড়ির আঁচল
যেন ডেকে দেয় আমার বিহ্বল মুখ ৷
মেহেদি রঙা পা জলে ডোবাও,
অনুপম শীতল ভালবাসা
শরীর মনের দখল নিক
উষ্ণতা শেষে নামুক প্রশান্তি ৷
তোমার মায়াবী আঁখির অপলক দৃষ্টিতে
বাঁধো আকাশকে,
যেখানে ডানা মেলে উড়া যায়,
যেখানে মন খুলে ভালবাসা যায় নিরন্তর ৷
September 3, 2020