যে ছায়া পড়ে আছে উঠোনে
যে পাখি ডাকে ঘরের কোণে
নীলাদ্রি চেয়ে আছে সন্তর্পণে
ছায়া আর পাখির মিতালি ৷
মরে গেছে ছাই পুরোনো উনুনে
পথিক চিহ্নহীন জীবিত অরন্যে
নিঃশব্দে জেগে আছে মননে
স্মৃতিপট ভরে যায় উষর বালি ৷
শৈবালের বিস্তার চলে এক যুগ
দখলে নেয় নীলাদ্রির শূন্য বুক
অন্তরালে লুকিয়ে থাকা মুখ
খুঁজে আবছায়ায় চেনা গলি ৷