কেউ একজন ছিল অবেলায়
কবি - হোসেন আলী নীল
তোমাকে ও গো বলে ডাকলে
আমার এ শূন্য প্রাণটা ভরে যায়__,
মনে হয় কেউ বুঝি আছে, আমার পাহারায়.....।
অশান্ত দেহে একটু আত্মতৃপ্তির অবেলায় ।
একই ছাদের নিচে নাই বা হল,
তবুও তো এক আকাশের নীলিমায়......!
অতন্দ্র প্রহরীর মতো তুমি আছ,
দু'হাত বাড়িয়ে,
দীর্ঘ প্রতীক্ষারত......
আমার মনের খোলা জানালায়......।
শীতের ভোর-সকালে তুমি স্নানরত শিশিরকন্যা,
আমাকেও ভিজিয়ে দিবে বলে.....
কর কত শত বাহানা,
ভাসিয়ে বাণ উন্মুক্ত ফাগুনের স্নিগ্ধ বন্যা ।
পূর্ণিমা রাতে রূপালী জ্যোৎস্নার ডাকে,
বানভাসি এই আমাকেও সঙ্গে নিবে বলে ।
তুমি দক্ষিণা শীতল অনুভূতি হয়ে আস_
বাতাসের ঘ্রাণে, আলতো ছোঁয়ায়......।
এ হৃদয়ের সমস্ত অব্যক্ত নীল ভালবাসায়......
তুমি এসে হাজির হও,
ঋতুরাজ বসন্তের হাজারো সুরের মুর্ছনায়.......।