কবিতা- মিথ্যাবাদী মুক্তিযোদ্ধা
কবি- সালেহীন সাজু
তখনো নববধুর হাতের মেহেদি রঙ মুছে যায়নি
চারিদিকে বেজে উঠে যুদ্ধের দামামা
উদ্যত যুবক হাতে হাতিয়ার তুলে নেয়
পথে বাঁধা হয়ে দাঁড়ায় প্রিয় ভাই-বোন, বাবা-মা,
টলমল অশ্রুসজল চোখে নববধু বরের হাত ধরে বলে
তোমাকে হারিয়ে এতো তাড়াতাড়ি বিধবা হতে চাই না,
তবু কোন ভাবেই যেন তাকে থামানো যায় না...
যুদ্ধা যুবক স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় জনে জনে
বলে এইতো আর মাত্র কয়েকটি দিন
তারপরে অপশাষন-শোষণের শৃঙ্খল ছিঁড়ে
তোমাদের জন্য নিয়ে আসবো মুক্ত মাটি, মুক্ত বাতাস
আলো ঝলমলে উষ্ণ সোনালী দিন,
যেখানে থাকবেনা লাঞ্চনা-বঞ্চনা
মানুষে মানুষে বৈষম্য, নীপিড়ন, নির্যাতন
বিনা বিচারে হবে না একটিও হত্যা
বন্ধ হবে চিরতরে গুম, খুন, ধর্ষণ,
সেখানে সমুন্নত থাকবে গণতন্ত্র
সমতার ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে ইনসাফ, মানবাধিকার
প্রতিটি মানুষ পাবে মত প্রকাশের স্বাধীনতা
নিজ নিজ ভোট এবং ভাতের অধিকার,
স্বাধীন দেশে ঋণ মুক্ত হবে প্রতিটি কৃষক
বন্ধকের বলদ জোড়া ফিরে পাবে তারা
লাঙ্গলের কর্ষণে, শ্রমে ও ঘামে আবার
উর্বরা হয়ে উঠবে নিষ্ফলা জমিনের বুক,
অন্নের অভাবে স্বাধীন দেশে
মরবে না একটিও অবুঝ শিশু
কৃষক বুঝে পাবে ফসলের ন্যায্য মূল্য
থাকবে না শোষণ নামে কিছু,
নতুন দেশে বই হাতে প্রজন্ম ফিরে যাবে বিদ্যালয়ে
প্রভাত ফেরীতে নিবে আলোকিত সমাজ গড়ার শপথ
কবিরা ফিরে যাবে সবুজ অরণ্যে, নদীর কাছে
ধুয়ে ফেলবে অতীতের যুদ্ধ স্মৃতি, রক্ত, বিষাদ,
এই বলে তুমি দীপ্ত পায়ে যুদ্ধে গেলে
অনেক রক্ত প্রহর পেরিয়ে নিয়ে এলে রক্তিম সূর্য,
অনেক প্রাণের বিনিময়ে
কাঙ্খিত স্বপ্নের প্রিয় স্বাধীনতা,
কিন্তু একি দেখি আজ, মানচিত্রে আবার বসেছে
পুরনো সেই শুকুন, খামচে ধরেছে প্রিয় পতাকা
যেন এক সাগর রক্তের বিনিময়ে যুদ্ধ করে নিয়ে এসেছো
স্বাধীনতার নামে নতুন মনিব, নতুন পরাধীনতা,
কথা ছিলো শোষন মুক্ত সাম্যের সমাজ হবে
কৃষক পাবে তার ফসলের ন্যায্য দাম
বেকারত্বের অভিশাপে ধুকে ধুকে মরতে হবে না কাউকে
সন্তানের মুখে দু’মুঠো ভাত তুলে দিতে
বাবাকে বইতে হবে না গ্লানি, বদনাম,
অথচ মিথ্যে হলো তোমার সকল আশ্বাস
এখানে ফসলের মাঠে দাউদাউ করে ক্ষোভের আগুন জ্বলে
কৃষক পায় না ফসলের ন্যায্য দাম
প্রিয় সন্তানের মুখে সামান্য দুধ তুলে দিতে
বেকার বাবাকে বইতে হয় চুরির বদনাম,
পতাকা বদলালেও এই ভূখন্ডের মানুষের ভাগ্য বদলায় নি
ভাগ্যাহতরা তাই পা বাড়ায় ভয়ংকর স্বপ্নযাত্রায়
কত সবুজ পথে পুড়ে যায়, ডুবে মরে উত্তাল ভূমধ্যসাগরে
তবু লুটেরা নির্লজ্জের মত লুট করে নেয়
এই দেশের ব্যাংক, বীমা, শেয়ার মার্কেটের অর্থ দু’হাত ভরে,
লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশে,
এখনো হানাদারের প্রেতাত্মারা জনসম্মুখে
কেক কেটে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করে
অথচ ধর্ষিতা নারীকে বিচার ভিক্ষা চেয়ে ঘুরতে হয় দ্বারে দ্বারে
অবশেষে তীলে তীলে নি:শেষ হয় সে অবহেলার অনলে,
এদেশে মুখ থেকে মুখোশ বেশী
মুখোশে ছুঁড়লে কাদা কবি কে হতে হয় গ্রেফতার
ইতিহাস স্বাক্ষী আছে, কবিকে বন্দি করলে
প্রতিটি মানুষ হয়ে উঠে কবি অবতার!