কেনো এতো টানো
টিপু রহমান
তুমি এতো টানো কেনো
কেনো এতো টানো?
কি এমন যাদু আছে তোমার হাতে
যার ইশারায় এ মন নাচে?
মোম যেমন আগুন পেলে
জ্বলতে থাকে হেসে খেলে
আমিও ছুটে চলি তোমার পানে
দিন দুনিয়ার সবই ভুলে...
নেশা ধরে তোমার চোখে তাকালে
তুমি কেনো এতো টানো আমাকে?
আমিতো তোমার উপর পড়তে থাকি ক্রমশ
পতনকালে আমাকে দিও তোমার পরশ
তোমার নেশায় মাতাল যদি হই
সেখানে আমার দোষটা বল কই?
নিমগ্ন অনুভবে ভাবি তোমায়
তোমাকে অনুভবের শেষ নাই...
ইচ্ছে করে ভেঙে চুরে ছুটে যাই তোমার কাছে
পাহাড় নদী সাগর মহাসাগর পেরিয়ে
দুর্বার ভালোবাসার টানে
ছুটে যাই তোমার কাছে
দিন যেমন রাতের শরীরে নিজেকে হারায়
নদী যেমন সাগরের বুকে নিজেকে হারায়
দূর পর্বত যেমন দিগন্তে নিজেকে হারায়
তেমনি তোমার টানে নিজেকে হারাই...
এ মন কোন বাধা মানে না
কোন কথা শোনেনা, কিছুই বোঝেনা
তোমার টান বড় বেশি আগ্রাসী
ভালোবাসা থরোথরো রাশিরাশি
চুম্বক যেমন টানে লৌহকে
তেমনি তুমি টানো আমাকে...