দ্বিমত
সালেহীন সাজু

কোন বাগানে অধিক সৌন্দর্য্য খুঁজে পাবে?
যে বাগানে একই রঙ কিম্বা একই জাতের ফুল বিদ্যমান
নাকি বৈচিত্র্য রঙের সংমিশ্রণে গড়া
ভিন্ন ভিন্ন জাতের ফুলের সমৃদ্ধ সমাহার,

যদি ফুলের ভিন্নতায় খুঁজে পাও অধিক পূর্নতা
তবে কেন মানুষের দ্বিমত কিম্বা ভিন্ন মতে নয়?

সব নদী, সব সময় প্রবল খরস্রোতা হোক
তুমি তা কখন ই চাইবে না,
বরং কিছু নদী হোক শীতের মত ই শান্ত
পাল তুলে তার বুকে মাঝি গেয়ে যাক ভাটিয়ালী গান,

যদি নদী গুলো বয়ে যায় ভিন্ন দেহ কিম্বা স্রোতে
তবে কেন তোমার আপত্তি মানুষের ভিন্ন মতে?

সব পাহাড় সমান নয়, সব মানুষও তেমন
উঁচু-নীচু পাহাড় যেমন, মানুগুলোর বৈচিত্র্য সব গড়ন
কিছু মানুষ সাদা আর কিছু মানুষ কালো
সাদা-কালোর মাঝেও মানুষ, রঙ তার ব্রাউন,

পাশাপাশি পাহাড় কিম্বা ভিন্ন রঙেও বিরোধ নেই
তবে কেন ভিন্ন মতে সামান্য টুকু শ্রদ্ধাও নেই?

ভিন্ন ধর্ম ফুলের মতই এক ই বাগানে শোভা বাড়ায়
ভিন্ন মতও পথের মতই সম্ভাবনার নব নব দ্বার খুলে দেয়!