এখনো রক্তের মধ্যে
রমেন আচার্য
এখনো রক্তের মধ্যে আয়োজন, যেন মহা সমারোহে
কোথাও ভ্রমণে যাচ্ছি। যেন ট্রেনের হুইসেলে রুমাল ওড়ানো।
রুমাল আসলে পাখিদের ছদ্মবেশ, ছাড়া পেলে সকলেই
নীল সরোবরে উড়ে যায়।
এখনো রক্তের সব আয়োজন পঁচিশে বৈশাখে এসে কাঁপে। যেন
কাছেই কোথাও পাতার আড়ালে আছে মৃগনাভি।
পঁচিশে বৈশাখে সব একসঙ্গে ফুটে উঠবে বলে
দু’একটা দিন বন্ধ্যা যায়।
আমরা সকলে যাব নীল সরোবরে, তাই সমস্ত জীবন
গোছগাছ, বাঁধাছাঁদা, যাত্রার খরচ যোগানো। অথচ প্রত্যহ
শেষ ট্রেন ছেড়ে যায়। অবশেষে একদিন ফুল হাতে সুধা এসে ডাকে,
নীল সরোবরের স্বপ্ন দুই হাতে বয়ে আনে পঁচিশে বৈশাখ!