ঐ মেয়েটির সরল স্বভাব নামটি তাহার মাসুদা,
মুখের কথায় মধুমাখা, কন্ঠ তাহার সুরালা।
বুকে আছে কষ্ট জমা মুখে তবুও হাসি,
তার হাসিতে ঝড়ে পড়ে মুক্তা রাশি রাশি।
একলা ঘরে আপন মনে কাটে সারা বেলা
আকাশ পানে চেয়ে চেয়ে ভাবে নানান কথা
এই মেয়েটি বড়ই লাজুক চোখে আছে মায়া,
বুকে আছে ভালোবাসার কল্পনার এক ছায়া।
আল্লাহ ভীরু এই মেয়েটি প্রভুকে ডাকে সদা,
কি হবে তার বিচার দিনে এটাই শুধু ভাবনা।
সতী সাধ্বী এই মেয়েটি পবিত্র এক আত্না,
বুদ্ধিমতী, গুনবতী তাহার নাই তুলনা।
ব্যাহিক সুন্দরী নয় সে তবু মনটা তার পরিষ্কার,
হিয়ার মাঝে আছে ভালোবাসার এক বিশাল সমাহার।