অতীতের ফেলা আসা দিনগুলো
আমায় ডাকে,
শৈশব স্মৃতি পিছু মোনে টানে।
আমি ফিরে তাকাই
আজ থেকে বছর কুড়ি আগের জীবনে,
সেই নির্জন পৌষের শীতের রাতে,
পাখির ডাকে ঘুম ভাঙ্গানো সেই ভোরে,
কূয়াশার ফাকে ভোরের রবির আভায়,
পাঠালায় ছুটিতাম দল বেধে।।
মনে পড়ে কুড়ি বছর আগের কথা,
আম্রকাননে বৈশাখী ঝড়ে আম কুড়ানো
সেই ক্ষণ,
বর্ষায় বৃষ্টিতে ভেজা,
তখন ছিল মোর রঙ্গিন কত স্বপ্ন!
মনে ছিল রঙ্গিন আশা।
ছিলনা কোন ভাবনা, পাখির মমত ছড়িয়ে ডানা
,
খেলার মাঝে কেটে যেত মোর বেলা।
সময়ের ব্যাবধানে কেটে গেল কুড়ি বছর;
মনে পড়ে সেদিনও শিশু ছিলাম, মায়ের কোলে
বয়স বাড়ে কাদে আসে বোঝা,
যৌবন মানেই কাদে বোঝা।