চক্ষু মুদিয়া দেখরে মন.....
মিছে মায়া,মিছে এ জগৎ সংসার।
কোথায় ছিলাম,কোথায় আসছি
কোথায় যাব চলে,
ওরে মন দেখ তুই দেখ একটু ভেবে।
দেহের ভিতর অচিন পাখি
পোষলাম যতন করে,
সেই পাখি উড়াল দিবে
দূর গহীন বনে।
মিছে বাঁধি সুখের সংসার,
করি অহংকার,
চিন্তা করে দেখি
কেউ নেই আপন?
সকাল গেল বৃথা কাজে
বিকেল যে যায় তারই পিছে,
দ্বিনের সাধন হলো না,
চক্ষু মুদিয়া মন যাও ভাবিয়া।
শৈশব গেলো ধুলো খেলায়,
যৌবন গেল রঙ্গলীলায়,
বৃথা কাজে সময় গেল হইলো না
স্মরন,
কর রে..কর রে মন আখেরের সাধন;
একদিন তোমার হইবেরে মরন।
রচনা
বাউল গানের আসর।
বরগুনা,
২৫/৫/১৮