করোনা মহামরীতে কাপছে সারা বিশ্ব
ক্রমছ বাড়ছে লাশের মিছিল.............
নিস্তুব্দ পৃথিবী, ভাইরাসে গ্রাসে বিশ্ব নিখিল।
জনশূন্য পথ ঘাট,আড্ডা নেই আজ কোথাও,
স্কুল, কলেজ,বন্ধ দেশ হয়েছে লক ডাউন।
মানুষ হতে মানুষ দূরে, মুখ ঢেকেছে মুখোশে,
ছোয়া নাই স্নেহের পরশে,অতৃপ্তি যে হৃদয়ে।
শ্রমজীবীদের কর্ম নেই জীবন হল বেদনাময়
আতঙ্ক আজ চারদিক আছে প্রাণের ভয়।
বাতাসে ছড়ায় ভাইরাস নাক মুখ দিয়ে ঢুকে,
ফুসফুসিতে আঘাত করে,প্রাণ নেয় কেড়ে।
মায়ার বাধন ছিড়ে কে চায় বল চলে যেতে?
আত্নার বন্ধন হয় ছিন্ন, নিথর দেহ পড়ে থাকে।
আসুন দেশের এই দুঃসময়ে গুজব না রটি,
নিজে সতেচন হয়ে অন্যকে সতেচন করি।
আজ আকাশ, বাতাস, বৃক্ষরাজি কাঁদে মানুষের দুখে,
প্রভু তুমি দাও হে মুক্তি ! মানুষ থাকুক সুখে........।