আমি কার কাছে বলিবো,আমার মনের ব্যাথা রে, অন্তর পুড়ে যায়!
আমার আপন মানুষ পর করিয়া দূরে চলে যায়।।
আমার অন্তর পোড়া ব্যাথা রে ,আমার মনের
যাতনা রে, আমি কাছ কই,

আমার দুঃখের কথা শুনলে গাছের পাতা ঝড়ে যায়,
নদীর কাছে বললে নদীর জল শুকিয়ে যায়,
আমি কাছ বলিবো রে, আমার মনের দুঃখ রে......
শোনার মানুষ নাই ,

মনের ব্যাথা কন্ঠে লইয়া গান গেয়ে যাই,
বলো বন্ধু তোর তালাসে কোন দেশেতে যাই,
বিশ্বাস করে মনের ঘরে জায়গা দিলাম তোরে,
আমারে তুই পর করিয়া চইলা গেলি দূরে,
আমি বলবোনা, বলবোনা দুঃখ, বলবোনা কারো সনে,
মনের দুঃখ মনে লইয়া যাইবো আমি মরে।

নদীর পাড়ে বইসা দেখি ভাঙা গড়ার খেলা,
চোখের জলে ভাসছেরে বন্ধু আমার দুঃখের ভেলা,
আমি সেই ভেলায় চড়িয়া  ঘুরি দেশে দেশে,
সোনা বন্ধুর মুখখানা দেখিলাম নারে।

রহমান কয় "আমি যেদিন যাইবো চির বিদায় হয়ে"
শেষ বারের মত রে বন্ধু দেখা দিও মোরে,
আমি কার কাছে বলিবো রে, আমার মনের ব্যাথা রে, অন্তর পুড়ে যায়,
আমার আপন মানুষ পর করিয়া দূরে চলে যায়।।

রচনা
আব্দুর রহমান
২৮/১২/১৯
বাউল গান