সোনালী ধানে ভরেছে ফসলের মাঠ,
ঘাস ফড়িং এর নাচোনন পাতায় পাতায়,
চঞ্চল প্রান, যৌবন নৃত্য রচি জীবনের খাতায়।
কুয়াশা এই ভোরবেলায় ঘাসের উপর চলতে গিয়ে গাঁ উঠে শিরশিরে,
এক বিন্দু শিশির ফোটা, সোলালী আভায় মিশে, ভালোবাসার পরম মাখে।
খুব ভোরে ভেলায় কৃষক কাস্ত ছুটে ক্ষেতে, গামছা বাধা মাথায়, মুখে কৌতুক রাশি রাশি,
পাকা ধানক্ষেতকে বড় ভালোবাসি
কুষক গামছা মাথায়, ধান কাটে গানের সূরে,
কৃষানী বধূ রান্না করে মাটির উননে।
ধানের ছড়ার উপর ছাড়া, তার উপর সবুজ টিয়া,
তাই জুরায় নব কৃষানী বধূর হিয়া।
অগ্রাহায়ণ এলে বউ জিয়েরা ব্যস্ত কাজে,
ধানের মাড়াই,খড় ছড়ায় উঠানে।
ফুলফোটেছে ভ্রমর এসেছে,
চারিপাশে আনন্দে,
হেমন্তে এসেছে বাঙ্গালীর প্রাণে।