আমি জোৎসনার আকাশ হতে চেয়ে,
হলাম অমাবস্যার অন্ধাকার!
আমি মাঠের সবুজ হতে চেয়ে
হলাম ধসূর বৃক্ষ!
আমি বরষার বৃষ্টি হতে চেয়ে,
হলাম কাল বৈশাখী মেঘ!
আমি ভালোবাসা হতে চেয়ে,
হলাম বুক ভরা বেদনা!
আমি আকাশের তারা হতে চেয়ে,
হলাম আগুনের প্রদীপ!
আমি গানের মিষ্টি সূর হতে চেয়ে,
হলাম বৈরাগী রাগ!
আমি চেয়েছিলাম বিহঙ্গের মত উড়তে,
তাই বন্ধি হলাম খাঁচায়!
আমি প্রেয়সীর লাল ঠোঁট হতে চেয়ে,
হলাম ভাঙ্গা চুরি!
আমি বৃষ্টিতে সিক্ত ফসলের মাঠ হতে চেয়ে,
হলাম ধূঁ -ধূঁ বালুচর!
আমি পৃথিবীর মহাদেশ হতে চেয়ে,
হলাম মহা সাগর!
আমি সমতল হতে চেয়ে,
হলাম হিমালয় শিলা!
আমি ভোরের প্রথম সূর্যদোয় হতে চেয়ে,
হলাম সূর্যঅস্তের লাল আভা!
আমি পূর্ণতা হতে চেয়ে,
হলাম অপূর্ণতা!
আমি জীবন পথে, হাটতে গিয়ে,
পেলাম শুধু ব্যর্থতা!