সব দেশে ছড়িয়েছে প্রাণঘাতী  ভাইরাস,
আতঙ্ক সবার মাঝে শান্তি নাই কোথা আজ।
সতর্ক থাকো সবে ঘুরোনা কেউ অকারণে,
নিরাপদে থেকো তুমি হোম কোয়ারেইন্টেনে।
মরন ব্যাধি এই ভাইরাস নাম তার করোনা?
এ সম্পর্কে আছে নি তোমার কোন ধারনা?
করোনাতে ধরে যদি হবে জ্বর  সর্দি কাশি,
শ্বাসকষ্ট,শুকনো কফে  বুঝা যায় এই ব্যাধি।
সতেচন থাকো যদি থাকিবে নিরাপদে,
২০ সেকেন্ড সময় নিয়ে হাত ধুতে হবে।
বাহিরে বের হলে তুমি মাস্ক পরে নিবে,
অযথা যেওনা কেউ লোকসমাগমে।।
এই  বাংলার জনগন কেন বেশি অসতেচন?
চেয়ে দেখ ভাই  তুমি আমেরিকার জনগন।
ঘরে থেকে নিরাপদে  উঁকি মারে বাহিরে,
কিছু লোক বন্ধি আজ গুজবের বেড়ি জালে।
ন্যাড়া যদি হয়ে কেহ হবে না তার করোনা,
এই শুনে দলে  করিলো সবে মাথা ন্যাড়া।
পীর বলেছে এবার খাও তুমি থানকুনি পাতা
পাতা খেলে কোনদিন  হবে না তোর করোনা।
কুসংস্কারে আছন্ন এখনো গ্রামে গঞ্জের মানুষ,
ধর্মীয় গোড়ামী কেটে কবে হবে  হুশ?
সতেচন থাকো ভাই, থাকো নিরাপদে
প্রভুকে ডাকো তুমি ভয় যাবে কেটে।।

--আব্দুর রহমান
১৪/৪/২০২০