আমার কষ্ট যায় না কাদলে রে,..
আমার দুঃখ যায়না বললে রে...
কার কাছে বোঝাবো মনের ব্যাথারে.....
আমি কার কাছে বোঝাবো মনের ব্যাথারে।---(২)
পড়াশুনা শেষ করিলাম,চাকরি আমার নাই,
রে দয়াল চাকরি আমার নাই
নিয়তি আমায় এমন হবে আগে বুঝি নাই।
চাকরির জন্য পড়ছি আমি, মরছি খেটে খেটে,
আমি কার কাছে বোঝাবো মনের ব্যাথারে।
বেকার হইয়া ঠেকছি আমি, ধরছে হিংসুকে,,
রে দয়াল ধরছে হিংসুকে,
কেউ হয় না দুঃখের সাথী,সবাই দেখে হাসে,
লোকে আমায় দেয় লজ্জা,কথায় আঘাত করে,
আমি কার কাছে বোঝাবো মনের ব্যাথারে....
ও গো আল্লাহ, দয়াল তুমি
আর দিওনা হেলা, এই যাতনা প্রাণে হয় না,
কাটে আমার বেলা।
আমি কুল হারা এক তরীর মাঝি, পড়ছি ঝড়ের কবলে,
আমি কাছে বোঝাবো মনের ব্যাথারে.....
রহমান বলে আমার তো আসতে পারে সুদিন,
দুঃখে কথাগুলো আমি ভুলিবোনা সেদিন।,
এখন আমি বেকার বলে, সবাই বোঝা মনে করে,
আমি কাছে বোঝাবো আমার মনের ব্যাথারে....