হে ভাগ্য বিধাতা তব কলমে
মোর ভাগ্য রচনা করো,
দুঃখ লিখো,
দাও মোর জীবন পাতায়,
সহ্য করার ক্ষমতা লিখে দিও খাতায়।
মম ললাট চন্দনে, পুষ্প না দিও ভরে,
ভয় যেন না পাই সাহস দাও মোরে,
বড় আশা করে,  এসেছি তব দুয়ারে,
খালি হাতে দিওয়ানা ফিরাই না,
তব চরনে নত শীর, কৃপা কর হে!
ক্রীতদান হইতে বানিয়েছো মন্ত্রী,
বাদশাকে করেছো ফকির,
আজ আমার একই দশা, তুমি দাও দেখা,
সূর্যের মত পুড়ে যাই, হৃদয় অঙ্গার দহনে।
বড় আশা করে এসেছি প্রভু,তব কাছে
খালি হাতে দিওনা ফিরিয়ে,
দারিদ্র্যের চরম পিষ্টে মিশে গেল স্বপ্ন।
তুমি রিজিকদাতা, আমারে অন্ন দাও,
আমরা ভরসা তুমি শুধু।
আমার মনের বাসনা পূর্ণ করো হে বিধাতা
তব কলমে রচ তো মোর জীবর কথামালা
আমি কি যে চাই প্রভু, তুমি সকল বুঝো,
সব সকল চাওয়া মম জীবন ও ব্রত।