মুধিয়াছে আঁখি,চুকিয়েছে ভ্রান্তি,
মেলিবেনা আঁখি,কে ডাকিছ তুমি।
টুটে গেছে ক্লান্তি,বলো শান্তি!
ঢেকে দাও দেহ, কেঁদনা কেহ্।
সব ব্যাথা মিশে,হারা হয়ে দিশে,
মৃত্যুর খবর ছড়ায় চারদিকে।
গাও ক্লান্ত সংঙ্গীত,শিহরে বসে,
নীরবে আকুল অন্তিম শোকে।
কেউ রাখেনা মনে দু'দিনের তরে,
গোঁড়ে রেখে, সবাই যায় ভুলে।
এই শাওন বরষায়, বিদ্যুৎ চমকায়,
বৃষ্টিতে ভিজে কাফনের লাশ।
ক্ষনীকের তরে ধরনীতে এসে,
আবার চলে যায় প্রভুর ডাকে।
মিছে যৌবন! মিছে সংসার,
সবই ক্ষণিকের তরে,
আখি মুধিঁলে সব যায় চুকে।
আজিকে দেহ হয়েছে সর্বশ্রান্ত,
মিলেছে আত্নার মুক্তি,
বলো শান্তি! বলো শান্তি!