আমাদের গ্রাম গ্রাম

আমাদের গ্রাম গ্রাম  ,মেহেরপুরের মাটি,  
সবুজে ভরা মাঠ আর সোনার শস্যের খ্যাতি।  
স্কুল মাঠে শিশুরা খেলে, সারাদিন দৌড়ে,  
মাঠের ধারে বসে বুড়োরা, গল্প করে এক জোড়ে।

ঈদগাহে ঈদের দিন, মসজিদে নামাজ,  
নতুন কাপড় পরে সবাই, খুশির মাঝে সাজ।  
মাঠ ভরে মানুষ আসে, মিলিত হয় সবাই,  
আল্লাহর কাছে করে প্রার্থনা, শান্তি যেন পাই।

মসজিদটা আমাদের গ্রামের প্রাণ, মিনার থেকে সুর,
আযানের ধ্বনি শুনলে মন হয় পরিপূর্ণ জীবন ভর।  
গরিব-ধনী সবাই মিলে, দাঁড়ায় কাঁধে কাঁধ,  
এ মসজিদে খুঁজে সবাই, জীবনের আসল সাধ।

কবরস্থানে বিশ্রাম নেয়, গ্রামের প্রিয়জন,  
নীরবে শুয়ে থাকে তারা, শেষ হয়েছে জীবন।  
গাছের ছায়ায় ঢেকে থাকে, কবরগুলো চুপ,  
সবাই বলে, আমরাও একদিন, হবো নিশ্চুপ।

খালটা বয়ে যায় গ্রামের ধারে, শীতল জলের স্রোত,  
শিশুরা সেখানে খেলে যায়, ছুটে চলে এক জোট।  
নৌকা চলে ঢেউয়ের সাথে, মাঝির গান ভেসে যায়,  
খালের পাড়ে বসে সবাই, প্রাণ খানি জুরাই।

এই গ্রামটাই আমাদের শান্তি, সুখে-দুঃখে ভরা,গ্রামএর মাটির টানে, জীবনটা হয় সুখে গড়া।
প্রতিটি ক্ষণ কাটে আনন্দে, মাটির সাথেই মিশি,
আমাদের গ্রাম সবার সেরা, আমি  গ্রামকেই ভালোবাসি। 💝
লেখক (রোহান কবির)