তুমি তোমার মত করে
চলে গেছ দূরে
বলনিতো ভালবাস আমায় কোন দিন।

আমি আমার মতই আছি
শুধু তোমার স্বপ্ন নিয়েই বাঁচি
চশমার ফাঁকে দেখছ তুমি পৃথিবী রঙ্গিন।

তোমার দুইটি চোখ
পাগল করবে হাজার লোক
সুখের পায়রা দুঃখ হয়ে উড়বে প্রতিদিন।

তুমি কষ্ট পেলে শেষে
দেখবে ফিরে এসে
হৃদয়ে জমাট ভালবাসা হয়নিতো মলিন।

শুন বলি তোমায়
তুমি পালাবে কোথায়
ভালবাসায় পড়বে ধরা তুমি যেই দিন।

এই ভালবাসা মোর
এ নয়তো কোন জোর
ভালবাসি,ভালবাসা চাইনা তুমিহীন।

রচনাঃ ২৫/১০/২০১৭ ইংরেজি।
রাতঃ১১.১০মিনিট
চকরিয়া, কক্সবাজার।