মা'র কূলে

আমার পিতা কৃষক ছিলো আমি তাহার ছেলে,
শহর বাস কেমন যেনো লাগছে গোল- মেলে।

গ্রামের কারো মৃত্যু হলেই ছুটে যেতেন সব,
এখানে তার উল্টোই দেখি শুনছি মিছে রব।

এখানে হয় হৃদয় দাহ টাকার বহ্নি দিয়ে,
ওখানে হয় সুখের চাষ ভালবাসাই নিয়ে।

গ্রামের ধুলো সাচ্চা সোনার পরশ দিয়ে যায়,
নগরে সব ধোঁয়ায় ভরা শুধু  দেখতে পাই।

সবুজ মাঠে রাখাল যেথা ঘুমিয়ে কাটে বেলা,
আমার বাড়ি সেই যে গ্রামে দূরে বহুত মেলা।

এই শহরে বন্দি জীবন কেমন যেনো লাগে,
সঙ্গীরা আজ করেনা খোঁজ ভুলেই গেলো রাগে।

চার দেয়ালে ইটের ঘরে শুইতে নারি  হায়!
আমার  মা'র মুখটি  শুধু মনে পড়েই যায়।

বন্ধু নামের বন্দুক সবি শহর জুড়ে আছে,
প্রাণের বন্ধু মুবিন ছিলো ছায়ার মতো পাছে।

গ্রামে ঠিকই ফিরবো আমি শহর পিছু দিয়ে,
হাটবো আমি বিকেল বেলা খোকার সাথে গিয়ে।

রাত্রির সাথে তারার দেখা এখানে পেতে দায়,
উঠোন জুড়ে ঝোনাক মেলা দেখতে মনে চাই।
নাইবো আমি রৌদের তাপে লাফিয়ে নদী জ্বলে,
শহর ছেড়ে যাবোই আমি আমার মা'র কূলে।

রচনাকাল:-০৯/০৫/২০১৯ খ্রিষ্টাব্দ।
রাত:-১.২১ মিনিট
মেঘনা ঘাঠে,ঢাকা।