ছেড়ে দিয়েছি সে পথ যে পথে হেটেছি একসাথে,
পারছিনা এখন আর ভব ঘূরতে নদী দেখতে।
টংদোকানে খাইনা এখন আইস্ক্রীম ও প্রিয় চমোচা,
হয়না এখন কলেজ গেইটে নিত্য যাওয়া আসা।
যাইনা এখন রিক্সায় কোথায় যাইনা চেনা দিগির পার,
ভয় মনে খুব আসে যদি কালো মেঘ আবার।
মুখের খাবার খাইনা কারো দুজনে ভাগ করে,
ভয়তো হবেই যদি আবার ভাইরাসে ভর করে?
রক্ত দেখে পাইনা ভয় এখন নিত্য দেখছি তাই,
মাটির জন্য খাচ্ছি এখন ভাইয়ের রক্ত ভাই।
মা বোনদের ছাড়ছি কই মৃত্যুর পরও নাই রেহাই,
লাশকাটা ঘরে হয় ধর্ষন কেমন করে তা সুধাই।
ছেলের হাতে বাবা আর মায়ের হাতে ছেলে হচ্ছে রোজ খুন,
নিজেই যখন নিজের শত্রু কোথায় যাবে শান্তির ঘুম?
রত্ন পথে পানি ডেলে সুপ্ত পথে পদার্পন,
খুব বেশি দূরে নয় ধংষ লিলার আলিঙ্গন।
সোনার দেশে পড়েছে এখন চালবাজদের হাতছানি,
মাটিতে এখন ফলেনা ফসল সবাই খুজে হিরক খনি।
তেলবাজদের তৈলাক্ততায় রাজ পথ এখন পিচ্ছিল,
দুর্ভোগে তাই গরিব দুঃখি হচ্ছে মৃত্যুর মিছিল।
ছেড়ে দিয়েছি মসজিদ মন্দির শিক্ষাঙ্গন,
চলছে ভারি কালো বাজারি সিনেমা ও ক্রিয়াঙ্গন।
শিক্ষা গিড়েই যত কোভিড শিক্ষা গিড়েই ভাইরাস,
ভোট কেন্দ্রের জয়োধ্বনি আনন্দ মিছিল সাবাস সাবাস।