স্বরনিয় দিনটি আজ মনের আড়ালে,
রত্ন দিন আজ বন্দি বাস্তবতার দেয়ালে।
ক্ষণীক তবুও পড়ছে মনে শত ব্যাস্ততায়,
ভুলে থাকার বৃথা চেষ্ঠা ইচ্ছা অনিচ্ছায়।
প্রাক্তন কভু ভুলে না কেউ সদা রাখে মনে,
অশ্রু কভুও ঝড়েনা যেন তার হরীণি নয়নে।
নতুন সূর্য উদয় হোক নামুক সুখের বৃষ্টি,
তার কাছে সে যাবেইতো যার জন্য তার সৃষ্টি।
রত্ন দিনে মেঘলা গঘনে হেসেছিল চাঁদ,
গঘনচুম্বি ভালবাসায় ভেঙ্গেছিল সুখের বাঁধ।
ক্ষনিক বাদেই তুশার পাতে ফেটেছিল মাথা,
আজও হয় রক্তক্ষরন আজও অনেক ব্যাথা।
চাঁদটা এখন দূর প্রান্তে কালো মেঘের আড়ালে,
আসার প্রদীপ নিত্য জ্বলে নতুন চাঁদ উঠবে বলে।
আসা-ই আলো আসা-ই প্রদীপ আসায় ফুটায় ফুল,
ব্যার্থ অতিত মনে রেখে আর করোনা ভুল।