রচনা কাল-২১/০৪/২০২০ইং...
স্তব্ধতায় নিস্তব্ধতায় গিড়ে আছে বিশ্ব,
তবুও অনাহারে হাহাকারে,
ন্যায্য অধিকার পাচ্ছে না দুস্থ।
শিক্ষিত সবাই তবুও অভাব শিক্ষার,
পাবে যে সহানুভূতি পাচ্ছে সে ধিক্কার।
নিঃসংশতা নির্মমতা অন্যায় অবিচার,
প্রতিফল ধরাদমে বিষাদের অগ্নিরোলে শিকার।
জ্ঞানী গুণী সম্ভ্রান্ত ধনী সবাই আজ নিঃস্ব,
বক্ষ বেধে বক্ষ যাত্রা নিরুদ্দেশ মনুষ্য।
বর্বরতায় মূর্খতায় পরিপূর্ণ অগ্রজ মেধায়,
দুর্দিনে দুর্সময় মানুষ মানুষের রক্ত খায়।
লোভে আর ক্ষোভে রক্তিম আঁখিদয়,
ধনাট্য আরও ধনী, দুস্থ অসহায়।
জাগ্রত সমাজ নিদ্রিত অন্ধকারে নিমজ্জিত,
বাড়ছে তো বাড়ছেই সুবিধা বঞ্চিত।
চাই না ভবে রক্তক্ষরণ অসাধু পথ প্রদর্শক,
দুস্থদের রক্ত খাবে ন্যায্য অধিকার ভক্ষক।
নির্মূল হবে কবে অন্যায় অনাচার?
আসবে সে বীর কবে জয় হাতে সততার??
আলোকরশ্মি দেখার অতিব প্রতীক্ষায় ,
বয়ে আনবে দেশে শান্তি তার সততায়।