আমি এক ডায়রির ছেড়া পাতা,
নিজের ভুলে ছিড়েছো আমাকে-
উড়িয়ে দিয়েছো বাতাসে!
মনে দিয়েছো ব্যাথা-
আমি এক ডায়রির ছেড়া পাতা।
বাতাস আমায় নেয়নি সাথে,
ছুড়ে ফেলেছে রাস্তায়,
কদম তলে ঠাই হয়েছে!
ধুলোয় মাখা-মাখি-
রাস্তার ধারের আউলা কেশীর
মুচেছি দু'আখি।
ক্ষাণিক পরে ঠাই হয়েছে
বস্তাওয়ালার জুলিতে,
সে ও আমায় রাখেনিতো
ওজন ছিলো কই আমাতে?
ভাসিয়ে নিলো হটাত একদিন
অঝড় বৃষ্টি এসে।
ধিরে ধিরে নির্শেষ আমার
জ্বলে খসে খসে।
তোমরা মানব বড়-ই আজব
রাখোনা মান প্রয়োজন পুরালে।
বাঘ থেকে বিড়াল হও
বিপদে পরিলে।
সত্তি কথা অমিস্টি হয়
তবুও এ সত্তি কথা,
আমি এক ডায়রির ছেড়া পাতা।