রচনা কাল- ১২\০৬\২০২০
দেখা যায় না ছোঁয়া যায় না তবুও তুমি বীর,
লাখো মানুষের বুকে তুমি চালাও বিষাদের তীর।
অস্ত্র ছাড়া সৈনিক ছাড়া করছো তুমি যুদ্ধ,
এক নিমেষেই বিশ্বটাকে করেছো অবরুদ্ধ।
আতঙ্কিত বিশ্ব আজ মন দিয়েছে ল্যাবে,
জনসাধারণ প্রতিক্ষাতে তোমার প্রতিকার পাবে কবে?
কার ইশারায় করছো এসব? কি তোমার প্রতিকার?
আমাদের পাপের কারণেই কি তবে আমরা এই ধংশের শিকার?
COVID -19 সংকেত তোমার নাম দিয়েছে কোরোনা,
প্লেগ ও কলেরা কে পিছিয়ে তুমি নতুন ইতিহাস করেছো রচনা।
তোমায় নিয়ে আতঙ্কিত তোমায় নিয়ে কাব্য কথা,
তোমার এই বিষাক্ত ছোবল থেকে রক্ষা পাবে কি মানব সভ্যতা???