৫২\'র ভোর একুশটা যে ,
হঠাৎই উঠিল কাঁপিয়া ।
বুলেট আর তাজা রক্তের সুর,
চারিদিক থেকে আসে ভাসিয়া।

ইতিহাস শুধোয় আমায়,
জানো -হে পথিক তাদের ঝরিল কেন হে প্রাণ?
নিজেরে বিলায়েছে রাখিতে,
এই ভাষার মান।...

সকল ভাষা শহীদদের প্রতি রইলো
বিনম্র শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা।