নরম আলোয় আসে না আর
পাখি ডাকা বকুল কুঁড়ানো ভোর
দুরন্ত সকাল ভীষণ শুনশান
এলোমেলো,
যেন অনুষ্ঠান শেষে পড়ে থাকা মঞ্চ।

দুপুর আসে সময়ের উত্তাল তরঙ্গে
ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সাগরে জাহাজের মতো
আছড়ে খেয়ে।
কখন যে ঘরের চালের কাকটা
ডেকে ওঠে কা-কা-
হিরোশিমায় ঘটনার পুনরাবৃত্তি।

বিকেলটা যে কখন আসে যায়
চোখে পড়ে না কোন রাস্তায়
চায়ের আড্ডায়,কিংবা শপিং মলে,
সন্ধ্যা ভেবে মিছিমিছি হাতড়াই
চারিদিকে শুধু বিদঘুটে অন্ধকার।