তোমরা যারা বসে বসে খাও চুষে
গরিবের কষ্টার্জিত ধন-মাল
হুঁশিয়ার হয়ে যাও
নেই আগের দিন কাল।

চেয়ে দেখো ঐ মানুষের ঢল
কোদাল-কাস্তে হাতে
আসছে ধেয়ে দুর্বার বেগে
ভেসে যাবে জনস্রোতে।

আর খাবে কত কেড়ে  
অসহায়ের আহার
চারদিকে প্রাচীর প্রতিরোধের
পথ নেই পালাবার।

দিকে দিকে আজ একটাই আওয়াজ
হিসাব চাই-
ভিক্ষা নয়,সাহায্য নয়
আমার ভাগ আমি চাই।

এই আমাদের শেষ লাইনের
শেষ কথা
মনে রেখো ইতিহাস আমাদের
রক্তে লেখা।