মেঘাচ্ছন্ন আকাশ ঢেকে ছিল চাঁদ
কখন যে অন্ধকারের গভীর ঝোপে
ঘাপটি মেরে ছিল রক্তচোষা হায়েনার দল
দেখেনি কেউ।
প্রকৃতি যখন নিস্তব্ধতার চাদরে আচ্ছন্ন
প্রাণীকুল ঘুমিয়ে
বত্রিশ নম্বরে মুজিব মনের দরজা খুলে
সোনার বাংলার স্বপ্নে বিভোর
হঠাৎ রাক্ষুসে মেঘের উৎকট গর্জন
কেঁপে ওঠে বত্রিশ নম্বর,অলিগলি,বস্তী
পুরো ঢাকা শহর।
ঘুম ভেঙ্গে যায় তবুও ভাঙ্গে না তার স্বপ্ন
কী দৃঢ় মনোবল,ইস্পাত-কঠিন আস্থা-বিশ্বাস!
হাতে সেই পাইপ চোখে কালো চশমা
নেমে আসেন নীচে দৃপ্ত পায়ে হেঁটে
গর্জে ওঠেন,তোরা কী চাস!
তারপর---
বাকীটা ইতিহাস
লাগাতার হায়েনার থাবা
রক্তগঙ্গা বয়ে যায় সিঁড়ি বেয়ে,
জাতি হারায় তার অভিভাবক
নেমে আসে শোক বাংলার ঘরে ঘরে।