জামা-কাপড় ফিটফাট
কথায় বড় চোটপাট।

হাতে দুই মুঠো ফোন
হায় হ্যালো সারাক্ষণ।

হ্যালো ভাই জি ভাই
শেখা বুলি একটাই।

অনেক লম্বা তার হাত
এক চালে বাজিমাত।

খায় লুটে মারে তেল
ঝোপ বুঝে মারে ঠেল।

ধাপ্পাবাজির নেই শেষ
নেতাজি আছেন বেশ।